শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২২, ২০২৪ by

ম্যানসিটির সাথেই থাকছেন গার্দিওলা

পেপ গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি করবে ম্যানচেস্টার সিটি, তা আগেই জানা গেছে। কৌতুহল ছিল সিটিতে স্প্যানিশ এই মাস্টারমাইন্ড আরও কতদিন থাকবেন তা নিয়ে। অবশেষে ফুটবলপ্রেমীদের কৌতুহল পূরণ হলো। গার্দিওলার সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছে সিটি। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকবেন স্প্যানিশ এই কোচ। ইতিহাদে গার্দিওলার মেয়াদ ফুরানোর কথা ছিল চলতি মৌসুম শেষেই। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতার প্রথম ৪ ম্যাচে হেরে যাওয়ায় অনেকে ভেবেছিলেন গার্দিওলার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ম্যানসিটি। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত হলো। প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে সিটিকে চ্যাম্পিয়ন করা ৫৩ বছর বয়সী কোচকে ছাড়লো না ক্লাব। নতুন চুক্তি পূর্ণতা পেলে সিটিতে মোট ১১ বছর কাটাবেন গার্দিওলা। নতুন চুক্তি করে গার্দিওলা বলেন, ‘মৌসুমের শুরু থেকেই আমি অনেক চিন্তা করছিলাম। আমি সৎ থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই (মৌসুম) শেষ হওয়া উচিত। কিন্তু গত মাসে আমাদের যে সমস্যা হয়েছিল তা অনুভব করেছি। এখন ছাড়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’ তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে অনেক দারুণ সময় পার করেছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার সত্যিই বিশেষ অনুভূতি রয়েছে। সেজন্য আরও দুটি মৌসুম থাকতে পেরে আমি খুব খুশি।’ ২০১৬ সালে সিটিতে কোচ হয়ে এসেছিলেন গার্দিওলা। এর আগে ৪ বছর বার্সেলোনা ও ৩ বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছিলেন স্পেনের সাবেক এই ফুটবলার। গার্দিওলা ম্যানসিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনে ১৫টি বড় ট্রফি জিতেছে ক্লাবটি। এর মধ্যে ৬টি প্রিমিয়ার লিগের শিরোপা। চলতি মৌসুমে প্রথম ৪ ম্যাচে হারলেও বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্ট কম আকাশী-নীলদের।

About The Author

শেয়ার করুন