চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ট্রেনের সঙ্গে কোরবানির পশু বহনের জন্য দুটি ওয়াগন দিয়েছে বাংলাদেশ রলেওয়ে। শনিবার রাতে ৪০টি গরু ও ৬টি ছাগল পাঠানো হয়েছে। আগামী ২৬ জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করবে ট্রেনটি। এমনটাই জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ। তিনি আরো জানান, এই ৪৬টি পশুর বুকিং থেকে আয় হয়েছে ২৩ হাজার ৬৬০ টাকা। এছাড়া ৩টি ওয়াগনে আম গেছে ২ হাজার ৬৫০ কেজি।
শনিবার বিকেলে এই ট্রেনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী কমার্সিয়াল অফিসার নূর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।