মৌলভীবাজারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। কুলাউড়া থানার এসআই হারুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পুসাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শামিমা বেগম (৪০) ও স্বর্ণালী পাল (৮)। আহতরা হলেন স্বর্ণালী পালের বাবা নিতাই পাল (৪০), মা ঝুমা পাল (৩৫), রেনু মালাকার (৪০), আলী হোসেন (২০) ও সিএনজি অটোরিকশা চালক মো. শাকিল (২০)। অটোরিকশা চালকসহ চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই হারুনুর রশিদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় বড়লেখা উপজেলা থেকে কুলাউড়া আসার পথে পুসাইনগর এলাকায় বালু ভরতি একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্বর্ণালী পাল নিহত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে শামিমা বেগমের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।