বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৬, ২০২৪ by

মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পেসার মারুফা আক্তার। গতকাল রোববার লিগের চতুর্থ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরপর তিন বলে ফেরান সাবেকুন নাহার, ইয়াসমিন বৈশাখি ও ফারিহা তৃষ্ণাকে। ম্যাচ ১০ ওভারে ৩৫ রান সর্বমোট ৪ উইকেট নেন মারুফা। মারুফার এমন বোলিং নৈপুণ্যের পরেও ম্যাচটি জিততে পারেনি বিকেএসপি। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে মোহামেডান। লক্ষ্য তাড়ায় ১৫৬ রানে গুটিয়ে যায় বিকেএসপির ইনিংস। বিকেএসপির ৪ নাম্বার মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় বিকেএসপি। আগের ৯ ওভারে মাত্র ১ উইকেট পাওয়া মারুফা ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকের দেখা পান। ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন স্বপ্না। নতুন ব্যাটার সাবেকুনকে দিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন মারুফা। নিজের দ্বিতীয় বলে নাহার উইকেটের পেছনে ক্যাচ দেন উন্নতি আক্তারের হাতে। চতুর্থ বলে এলবিডব্লিউ হন ইয়াসমিন। এরপর ফারিহা এসেই বোল্ড হন। হ্যাটট্রিকের স্বাদ পাওয়া এই ওভারে কোনো রান দেননি ফারুফা।

About The Author

শেয়ার করুন