মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২০, ২০২৪ by

মোহনীয় রূপে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। যার প্রমাণ মেলে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। গতকাল শুক্রবার জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে গেছে ইতিবাচক-নেতিবাচক কথায়। শেরাবণি ফেরদৌস নামে একজন লিখেছেন, ‘মারহাবা!’ একজন মজা করে লিখেছেন, ‘এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছেনা। ভালই হইছে শীতের কাপড় আর কিনা লাগবেনা।’ আরেকজন লিখলেন, ‘চন্দ্রমুখী আমি তো তোমার প্রণয়ে আসক্ত নই! তবে কি আমি তোমার আগুনে পুড়তে বসেছি?’ তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের সকালে উত্তাপ ছড়াচ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরের মতো নিশ্চুপ জয়া। প্রকাশিত ছবিগুলোতে নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার এমন পোশাক নিয়ে কথা বলেছেন।

 

About The Author

শেয়ার করুন