Last Updated on মে ১৬, ২০২৫ by
মোস্তফা জামান আব্বাসীকে স্মরণ
সদ্যপ্রয়াত সংগীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোকের কবিতা, গান ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অন্বেষণ সাহিত্য পরিষদ নবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। নবাবগঞ্জ সরকারি কলেজের আমতলায় এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন কবি মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ, কবি বিজহান তারিফ অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি যুবায়ের খলিল, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদসহ আরো অনেকে। এ সময় বক্তারা মোস্তফা জামান আব্বাসীর জীবনী ও কর্ম নিয়েও আলোচনা করেন।