বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৫, ২০২৪ by

মোজাম্বিকে নির্বাচনী ফলাফলের জেরে সহিংসতা, নিহত ২১

মোজাম্বিকে সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ২১ জন। দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির বিজয় ঘোষণা করার পরই এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানিয়েছেন, সহিংসতায় নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর আলজাজিরার। গত সোমবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত ২৩৬টি গুরুতর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ করে আসছে। সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টির প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করলেও বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা নির্বাচনী ফলাফল বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা বিভিন্ন পুলিশ স্টেশন, পেট্রোল পাম্প, ব্যাংক এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। ফ্রেলিমো পার্টি বিরোধীদের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা সরকারি সম্প্রচারমাধ্যম টিভিএম-এ জানিয়েছেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। মোজাম্বিকের নির্বাচনী সহিংসতা শুধু রাজনৈতিক অস্থিরতা বাড়ায়নি, বরং জনজীবনেও ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দল ও সরকার পক্ষের মধ্যে সংলাপ শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

 

About The Author

শেয়ার করুন