মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

11

মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৗশলী মোজাহার আলী প্রামানিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক, হোটেল রেস্তোরাঁ সমিতির সভাপতি জামাল উদ্দিন নাসেরসহ অন্যরা।
সভায় জানানো হয়, ১ মে র‌্যালি ও ৮ মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।