কদিন আগেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি নিয়ে বিশ্ব ফুটবলপ্রেমীদের তেমন আগ্রহ ছিল না। অথচ, এখন শুধু আগ্রহ নয়, ইন্টার মায়ামি নিয়ে ফুটবলপ্রেমীদের মাতামাতির শেষ নেই। ফুটবলের আম দর্শকরা তো বটেই, তাদের পাশাপাশি ইন্টার মায়ামি জ¦রে কাঁপছে বিশ্ব ফুটবল বোদ্ধারাও। কারণ একটিই, লিওনেল মেসি। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘিরেই ইন্টার মায়ামি এখন আলোচনার তুঙ্গে। সেই মেসি-উন্মাদনায় আরো ঘি ঢালল ইন্টার মায়ামি। ক্লাবটির নতুন অনুশীলন জার্সির নকশা করা হয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ঢালের আদলে! ‘ক্যাপ্টেন আমেরিকা’ একটা হাস্যরসাত্মক বইয়ের কাল্পনিক চরিত্র।
বইটির মূল পটভূমি কাল্পনিক চরিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা’কে ঘিরেই। এই বইটি প্রকাশ করেছে ‘মার্ভেল’ ব্র্যান্ড। সম্প্রতি এই ব্র্যান্ড মার্ভেল এবং জার্মানিভিত্তিক বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। তো ব্র্যান্ড ‘মার্ভেল’-এর চাওয়া মেনেই ইন্টার মায়ামির নতুন অনুশীলন জার্সি ‘ক্যাপ্টেন আমেরিকার ঢালের’ আদলে তৈরি করেছে অ্যাডিডাস। মেসি ইন্টার মায়ামিতে গিয়ে ‘ক্যাপ্টেন আমেরিকার’ ঢালের আদলে তৈরি এই জার্সি গায়েই অনুশীলন করবেন। মানে জার্সিটি গায়ে দিয়ে মেসি নিজেও হয়ে যাবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’!
তবে মেসি নন, জার্সিটি প্রথম গায়ে চড়াবেন ইন্টার মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। শুধু মেসির ইন্টার মায়ামি নয়, এমএলএসের আরো ৫টি ক্লাবের নতুন অনুশীলন জার্সি ‘ক্যাপ্টেন আমেরিকা’র নকশায় তৈরি করা হয়েছে। লস অ্যাঞ্জেলস, নিউইর্য়ক রেড বুল, ডালাস, শার্লোট ও অস্টিনের খেলোয়াড়েও নতুন অনুশীলন জার্সি পরে একেক জন হয়ে যাবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’। চাইলে মেসিদের আগেই এই জার্সি আপনার গায়ে চড়াতে পারবেন! কারণ, এরইমধ্যে উন্মোচন হওয়া বিশেষ এই জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস এবং এমএলএসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বড়দের জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৫৮০ টাকা। ছোটদের জার্সির দাম ধরা হয়েছে ৬০ ডলার বা ৬ হাজার ৭০০ টাকা। জার্সির পাশাপাশি নতুন ডিজাইনের বলও উন্মোচন করা হয়েছে।