শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৭, ২০২৪ by

মেরিল স্ট্রিপের ঘরে এবারের স্বর্ণপাম

তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপের হাত ধরে পর্দা উঠতে যাচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজনের উদ্বোধনীতে সম্মানিত করা হবে তাকে। ফ্রান্সের কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ১৪ মে সম্মানসূচক স্বর্ণপাম দেয়া হবে মেরিল স্ট্রিপকে। এর আগে কানসৈকতের তীরে একবারই পা রেখেছিলেন মেরিল স্ট্রিপ। ১৯৮৯ সালের ৪২ তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। একই সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন স্ট্রিপ।

৩৫ বছর পর আবারও কানে পা রাখতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের অনুভূতির কথাও। এক বিবৃতিতে তিনি বলেন, এ বছর স্বর্ণপাম প্রাপ্তির খবরে আমি সত্যি আনন্দিত। এটা অভিনেত্রী হিসেবে আমার জন্য কৃতিত্বের। যারা আগেই এই পুরস্কার পেয়েছেন, তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। সবাইকে ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি ফ্রান্সে আসার জন্য। ১৯৭৮ সালে ‘দ্য ডিয়ার হান্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেরিল স্ট্রিপ। এরপর একে একে অভিনয় করেছেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’, ‘মামা মিয়া!’, ‘পোস্টকার্ডস ফ্রম দ্য এজ’, ‘ডেথ বিকামস হার’ সহ আরো অনেক সিনেমায়। এর মধ্যে ‘ক্র্যামার ভার্সেস ক্র্যামার’, “সোফি’স চয়েস” ও ‘দ্য আয়রন লেডি’র জন্য অস্কার জিতেছেন তিনি। এ ছাড়া রেকর্ডসংখ্যক ২১টি মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ।

About The Author

শেয়ার করুন