Last Updated on এপ্রিল ৮, ২০২৪ by
মেয়াদ উত্তীর্ণ আটা সুজি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে মেয়াদ উত্তীর্ণ আটা, সুজি, চকোলেট রাখার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা এই দ- প্রদান করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়ায় আব্দুর রহমান নামের এক ব্যবসায়ীর বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় সেখানে মেয়াদ ঊত্তীর্ণ ২০০ কেজি প্যাকেটজাত গমের আটা, ১০০ কেজি সুজি ও ১০০ কেজি লবণ ও ১৫ কোটা চকোলেট পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ী আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ এইসব মালামাল ধ্বংস করা হয়।