মেধাবী আঞ্জুরার পাশে দাঁড়াল গোমস্তাপুর উপজেলা প্রশাসন

44

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের অসচ্ছল মেধাবী শিক্ষার্থী আন্জুরা খাতুনের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে ওই ছাত্রীর বাবা আনিসুরের কাছে প্রাথমিকভাবে কিছু অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষাবৃত্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে একদিন পর বুধবার তাকে অর্থ সহায়তা দেয়া হয়।
জানা গেছে, মেধাবী শিক্ষার্থী আঞ্জুরা খাতুন চলতি বছরের ২৭ জানুয়ারি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ভর্তি হন। সাত সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তার বাবা আনিসুর। বর্গাচাষী করে কোনোমতে সংসার চালান। মেয়ের পড়াশোনার খরচ চালাতে একটি গরু বিক্রি করতে উদ্যোগ হন। কিন্তু গরুটি সম্প্রতি মারা যায়। এতে আঞ্জুরার লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় পরিবারকে। এই অবস্থায় আঞ্জুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষাবৃত্তি চেয়ে গত মঙ্গলবার আবেদন করেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, আবেদনের প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দুই হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন যখনই পারবে তখনই সহায়তা করা করবে ওই মেধাবী শিক্ষার্থীকে।