Last Updated on জুন ৩, ২০২৪ by
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম
মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন ক্লডিয়া শিনবাউম। তিনিই মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সোমবার সকালে ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের (এনইআই) প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন। যা তাকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিটল গ্যালভেজ থেকে ৩০ শতাংশ ভোটে এগিয়ে রেখেছে। শিনবাউম ১ অক্টোবর তার পরামর্শদাতা বিদায়ি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের স্থলাভিষিক্ত হবেন। ৬১ বছর বয়সি ক্লডিয়া শিনবাউম একজন মেক্সিকান জলবায়ু বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়রের পদে বহাল ছিলেন। তিনি শুধু দেশটির প্রথম নারী প্রেসিডেন্টই নন, তিনি মেক্সিকো সিটির প্রথম নারী মেয়রও বটে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ২০২৩ সালে মেয়রের পদ থেকে অব্যাহতি নেন। তিনি লেট’স কিপ মেকিং হিস্ট্রি জোটের একজন প্রার্থী হিসেবে এ নির্বাচন লড়েছেন। সূত্র : বিবিসি, সিনহুয়া