বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৮, ২০২৫ by

মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যে অপরাধমূলক সহিংসতায় জর্জরিত একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারী দল ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। গত সোমবার রাতে স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা গেছে, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতোতে গত সপ্তাহে মরদেহগুলো শনাক্ত করতে ভূমি-ভেদকারী রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। ওই বাড়িতে ছুরি, চাপাতি, কুঠার এবং বেলচাও পাওয়া গেছে, যা সহিংসতার ইঙ্গিত দেয়। প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারীসহ পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন। গুয়ানাজুয়াতো রাজ্যের এক কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের বলেন, ‘তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হচ্ছে।’
সহিংসতার কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো
গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। এখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে প্রায়শই সংঘর্ষ লেগেই থাকে। মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। গুয়ানাজুয়াতোতে সংঘটিত বেশিরভাগ সহিংসতা সান্তা রোজা ডি লিমা গ্যাং ও ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের সঙ্গে সম্পর্কিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।

About The Author

শেয়ার করুন