দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৬ জন। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।
তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের এ সংখ্যা দুই বছরের মধ্যে সর্বনি¤œ। মহামারি শুরুর বছর অর্থাৎ ২০২০ সালের ৬ এপ্রিল সর্বনি¤œ ৩৫ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৮৩৬টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৮৮৫টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৪৩৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৬৯ হাজার ১১১টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।