মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

21

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নাচোল রেলস্টেশন মাঠে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলায় সবুজ দল ১-০ গোলে লাল দলকে পরাজিত করে।
‘চলো যাই উৎসবে, ফিরে যাই শৈশবে’ স্লোগানে সুবর্ণজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- উদ্যাপন পরিষদের উপদেষ্টা নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য সচিব (অর্থ) প্রভাষক শফিকুল আলম, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উদ্্যাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
নাচোল রেলস্টেশন সংলগ্ন স্থানে ১৯৭৩ সালে স্থাপিত হয় ঐতিহ্যবাহী মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়। বিশিষ্ট সমাজসেবী মুন্সী হযরত আলীর দানকৃত জমিতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মরহুম মাহতাব উদ্দিন। এরপর ইয়াসিন আলী প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
উদ্যাপন পরিষদ বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।