মুজিব বর্ষ উপলক্ষে ডা. গোলাম রাব্বানীর বৃক্ষরোপণ

30

“সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” ২০২০ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস চত্বর, নবাবগঞ্জ সরকারি কলেজ, টাউন ক্লাব, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, উপাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুদ্দিন বাবলু, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদুল ইসলামসহ জেলা ছাত্রলীগর সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
ডা. গোলাম রাব্বানী মুজিব বর্ষ উপলক্ষে সবাইকে তিনটি করে গাছ লাগার আহবান জানান।