চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বিপাশা কবির জুটি বেঁধে ‘খাস জমিন’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আসছে ২০শে অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবির পরিচালক সরোয়ার হোসেন মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। তিনি গতকাল বলেন, অক্টোবরের শুরুতে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেলো। এরপর ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাচ্ছে। তাই আমি পিছিয়ে আগামি ১০ই নভেম্বর ‘খাস জমিন’ ছবির মুক্তির নতুন তারিখ ঠিক করেছি। আমি চাই সকল ছবি দর্শক প্রেক্ষাগৃহে ভালোভাবে দেখুক। জেগে ওঠা একটি চরের মালিকানা নিয়ে আবর্তিত ঘটনার মৌলিক একটি ছবি ‘খাস জমিন’। ছবির কাহিনি ও চিত্রনাট্য আমার করা। আমার বিশ্বাস, এ ছবিটি দর্শক পছন্দ করবে। ছবির নায়ক সাইমন সাদিক বলেন, এ ছবিতে আমি একজন সৎ ও দেশপ্রেমিক ভূমি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে কাহিনি গড়ে উঠেছে। ভিন্ন প্রেক্ষাপটের একটি মৌলিক ছবি। আমার বিশ্বাস, দর্শক ছবিটি পছন্দ করবেন। বিপাশা কবির বলেন, এ ছবিতে আমাকে প্রতিবাদী একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। এ ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। ছবির কাহিনীটা ভিন্ন ধরনের। এ ছবিতে অভিনয় করে আমার ভালো লেগেছে। ইয়ন লিয়ন ইন্টারন্যাশনালের পরিবেশনায় এবং হুমায়ুন কবির প্রযোজিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, রেবেকা, তানভীর তনু, জয়া, নাসরিন প্রমুখ।