স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী। শনিবার জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, এনজিও, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এবারে করোনা ভাইরাসজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানগুলোয় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন আলোচকগণ। তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা অনেকটাই এগিয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এখনো যেসব কাজ বাকি তা সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। শোককে শক্তিতে পরিণত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে তরুণ প্রজন্মসহ সকলকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারি, বন্যাসহ সকল দুর্যোগ কাটিয়ে উন্নয়নের মহাসড়ক ধরে গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আর মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা করেন বক্তারা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসনের পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্র্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁপাইনবাবগঞ্জ ডাকঘর, জাতীয় মহিলা সংস্থা, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, এরফান গ্রুপসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। অপরদিকে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে সকাল ৮টায় বিভিন্ন শিক্ষাকেন্দ্রে দোয়া ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হয়।
অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মাঝে প্রকল্প গ্রহণে ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাবেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর সারোয়ার হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে গড়ে তুলতে চায়ছেন। তার স্বপ্ন তার পরিকল্পনাগুলো আমরা সকল মানুষের মাঝে এগিয়ে নিয়ে যাব। এই সমাজে কোনো বৈষম্য থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন যাতে সকল মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। পিছিয়ে পড়া কেউ থাকবে না, কেউ যদি পিছিয়ে পড়ে তাহলে আমরা সবাই তাকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি আরো বলেন, কোনো মানুষ বেকার থাকবে না, কর্মহীন থাকবে না। সকল মানুষের মাথার উপরে ছাদ থাকবে, কেউ ভূমিহীন থাকবে না। এই হলো আমাদের পরিকল্পনা, এই হলো আমাদের স্বপ্ন।
যুবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরো বলেন, আমাদের হাতগুলোকে কাজে লাগাতে হবে। যে সময় চলে যায় তাকে আর ফিরে পাওয়া যাবে না। তিনি আরো বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। আমরা এখন শ্রেষ্ঠ সময়ে আছি। তিনি বলেন, এই সময়ে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকব না। এই সময়টাকে কাজে লাগাব। আমরা সবাই মিলে জাতির পিতার স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করব। বাংলার মানুষ অন্ন পাক, বস্ত্র পাক, চিকিৎসা পাক, বাংলার মানুষ শিক্ষিত হোক এগুলো নিশ্চিত করতে পারলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা হবে এবং তাকে সত্যিকারের সম্মান জানানো হবে। তিনি আরো বলেন, আমি একজন সচেতন মানুষ, আমাদের সন্তান যেন জঙ্গিবাদের দিকে না যায়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জাতির পিতা আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, এখন সেটাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। আজকের দিনে আমাদের প্রত্যয় হোক, কোনোভাবেই এই স্বাধীনতাকে ক্ষুণœ হতে দিব না। আমরা একেকটি সৈনিক হিসেবে সজাগ দৃষ্টি রাখব। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে আমরা আমাদের চোখ-কান খোলা রাখব, আমরা তথ্য দিয়ে সরকারকে সহায়তা করব যাতে করে আমরা আশপাশে জঙ্গিবাদ গড়ে উঠতে না পারে। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি একজন সৈনিক হিসেবে কাজ করব। মুক্তিযুদ্ধের চেতনাকে আমি আমার রক্তের মধ্যে লালন করব, ধারণ করব- তাহলে আমি সত্যিকারের দেশপ্রেমিক হতে পারব। আমরা যে যেখানে আছি আমরা নিজেকে সমৃদ্ধ করব। স্বাধীনতার চেতনায় দেশটাকে এগিয়ে নিতে জাতির পিতার স্বপ্নের পথ ধরে আমরা কাজ করব।
উল্লেখ্য, সভায় ৩ জন যুব উদ্যোক্তাকে ২ লাখ টাকার প্রকল্প গ্রহণে ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন যুব উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়।
এদিকে বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রুতি নাটক প্রদর্শন, খালি গলায় গান পরিবেশন, অসমাপ্ত আত্মজীবনী হতে পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
জেলা ও দায়রা জজ আদালত : দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জুম প্ল্যাটফরম ব্যবহার করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী। আলোচনায় অংশগ্রহণ করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন, সহকারী জজ নিষীথ রঞ্জন বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির, পিপি নাজমুল আজমসহ অন্যরা।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় : এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় (ইবিএইউবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য একটি আমগাছের চারা রোপণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান ও জাতীয় শোক দিবস-২০২০ পালন কমিটির আহ্বায়ক ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চ.দা.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহরিয়ার কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবত হয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান ।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমার বঙ্গবন্ধু’ শিরোনামে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিএমএ : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নিজস্ব অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুনসহ অন্য চিকিৎসকগণ।
মহারাজপুর ইউনিয়ন পরিষদ : জেলার সদর উপজেলার মহরাজপুর ইউনিয়ন পরিষদ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য একরামুল হকসহ অন্যরা।
শিবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেষে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ১০ জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য যথাক্রমে জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ^াস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ ও গোলাম রাব্বানী বিশ^াসসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা উষা জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
নাচোল প্রতিনিধি : নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে বক্তব্য দেন- নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, ১নং কসবা ইউপির চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা প্রমুখ।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে উপজেলার সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠনে এদিন সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কমফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইনচার্জ হুমায়ন কবির।