বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৪ by

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান

সিটি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সিটি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন, এ কলেজ থেকে যারা এএইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। তবে শুধু ভালো শিক্ষার্থী হয়ে ভালো রেজাল্ট করলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তারা আরো বলেন- সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। এ সময় বক্তারা নেশার সঙ্গে নিজেদের না জড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অবসরপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাইহানুল ইসলাম লুনা, আশরাফুল আম্বিয়া সাগর, ডা. আব্দুস সামাদ, ডা. মাহফুজ রাইহান, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার কাকলীসহ অন্যরা।
সূচনা বক্তব্য দেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন।

About The Author

শেয়ার করুন