মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও সূচী’র বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

48

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ ও সে দেশের নেতৃ অং সান সূচী’র বিচারের চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
গত কাল সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কর্ণেল তাহের সংসদ জেলা কমিটির সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মো. তরিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।