Last Updated on জুলাই ২৫, ২০২৪ by
মিনি ফুটবল টুর্নামেন্ট : দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়ী
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গত ১২ জুলাই থেকে মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে জেলা সদরের বিভিন্ন এলাকার ২৪টি ফুটবল দল অংশ নিয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রেড ক্রিসেন্ট সোসাইটি একাদশ বনাম সনি মসল্লা ভাণ্ডার। খেলায় ২-০ গোলে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন- টুর্নামেন্টের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নূর ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রজ্জু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ফুটবল কোচ হুমায়ুন কবির লুকুসহ অন্যরা।
আগামী ৩১ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। যুব শান্তি সংঘের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।