বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৪, ২০২৪ by

মা হারালেন ঋতুপর্ণা

প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত শনিবার বিকেলে ৩টে নাগাদ বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৭৬। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বন্ধুরা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই। শর্মিষ্ঠা জানিয়েছেন, নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে। তিনি আসতে পারেননি। বদলে ভিডিয়ো কলে দিদাকে শেষ দেখা দেখেছেন। অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা। সেই সময় ঋতুপর্ণা বলেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। ডায়ালিসিস চলছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” সেই সময়েও শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় উড়ে এসেছিলেন জামাই সঞ্জয়। সর্ব ক্ষণ ছিলেন অভিনেত্রীর ভাই। মুম্বই থেকে উড়ে এসেছিলেন মাসতুতো বোন। এ দিন শর্মিষ্ঠা আরও জানান, মাঝে মাত্র দু’দিনের জন্য জরুরি কাজের কারণে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা। বাকি সময় সারা ক্ষণই তিনি হাসপাতালে ছিলেন। মানসিক দিক থেকে তিনি বরাবর মায়ের উপর নির্ভরশীল। তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছেন তিনি।

About The Author

শেয়ার করুন