মা হয়েছেন লালন কন্যাখ্যাত ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি। দুপুর দুইটায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও পুত্র দুজনই সুস্থ রয়েছেন। তবে ছেলের নাম এখনও ঠিক করেননি।
মা হবার অনুভূতি জানাতে গিয়ে বিউটির স্বামী হাসান ফেরদৌস আহমেদ মুঠোফোনে বলেন, বিউটি ও ছেলে দুজনই সুস্থ আছে। আমি অনেক বেশি আনন্দিত। ছেলেকে কোলে নিয়ে রেখেছি। বিউটি ও আমাদের ছেলের জন্য দোয়া করবেন সবাই।