শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৬, ২০২৫ by

মা হচ্ছেন আলিয়া

আবারও মা হতে চলেছেন বলিউড তারকা আলিয়া ভাট। এমন গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান রাহা কপুরের বয়স এখন আড়াই বছর ছুঁইছুঁই। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন আলিয়া-রণবীর। এমন খবরই ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। গত রোববার মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া। ঢিলেঢালা পোশাক, টুপি ও দ্রুত গাড়িতে ওঠার ভঙ্গিতে অনেকেই সন্দেহ করছেন তিনি হয়তো আবারও অন্তঃসত্ত্বা। আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনের শুরু অবশ্য কান চলচ্চিত্র উৎসব থেকেই। গত মাসে উৎসবে অংশ নিতে গিয়ে তার কিছু ছবিতে ‘বেবিবাম্প’ দেখা গেছে বলে দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ। সেই আলোচনা মিলিয়ে বান্দ্রার ক্লিনিকের ভিডিওর সঙ্গে গুঞ্জনটিকে আরও উস্কে দিয়েছে জল্পনা। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই। তাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, দ্বিতীয় সন্তানের নামও আগেই ঠিক করে রেখেছেন দুই তারকা! ২০২২ সালের ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিয়ে। একই বছর, নভেম্বর মাসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান রাহা কপুর।

About The Author

শেয়ার করুন