শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১, ২০২৫ by

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় র‌্যালিটি শহরের আরামবাগ মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়ইন্দারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‌্যালি থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
র‌্যালি শেষে শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব, দপ্তর সম্পাদক মো. ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ বলেন, বিগত ১৪ বছর ধরে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অতি শীঘ্রই তাকে মুক্তি দিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

About The Author

শেয়ার করুন