বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৪, ২০২৫ by

মাসুদ-উল-হক ইনস্টিটিউট : শেষ হয়েছে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।
জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. নাসিউল আলম।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও মাসুদ-উল-হক ইনস্টিটিউটের শিক্ষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন