দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মার্কিন লেখক সংঘের সদস্যপদ পেলেন নুহাশ

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের লেখকদের প্রতিনিধিত্বকারী সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদ পেলেন বাংলাদেশি নির্মাতা নুহাশ হুমায়ূন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন তিনি। নিজের পোস্টের সঙ্গে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদের কার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন নুহাশ। নিজের পোস্টে পেট কাটা ষ নির্মাতা লিখেছেন, ‘যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন, প্রশংসা বা সমালোচনা করেন, গল্প বলিয়ে হিসেবে এই জার্নির পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’ পরে সন্ধ্যায় নুহাশ জানান, হলিউডে কাজের সূত্রেই এই সদস্যপদ পেয়েছেন তিনি। নুহাশ বলেন, ‘হলিউডে বেশ কিছু কাজের সূত্রেই এই সদস্যপদ পেলাম। প্রজেক্টগুলো কী, সেটা এখনই বলতে পারব না, এটা গোপনীয়। তবে বাংলাদেশেও কাজ করছি আবার বাইরেও রাইটার্স গিল্ডের সদস্যপদ পেলাম; এটা খুব ভালো লাগছে।’ নূহাশ জানান, তিনি এখন পেট কাটা ষ-এর দ্বিতীয় মৌসুমের সম্পাদনার কাজে ব্যস্ত। এদিকে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদ পাওয়ার খবর ফেসবুকে ভাগাভাগি করার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, আদনান আল রাজীব, সংগীতশিল্পী এলিটা করিম, আহমেদ হাসান সানি, অভিনয়শিল্পী শ্যামল মাওলা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এর আগে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুর অ্যানথোলজি সিরিজ ‘বাইট সাইজ হ্যালোইন’-এ দেখা গিয়েছিল নুহাশের কাজ ‘ফরেনার্স ওনলি’।

About The Author