বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৭, ২০২৫ by

মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও স্কুলশিক্ষক শ্যাম টুডু (৭৭) বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বেলা ১২টায় পারিবারিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে।
শ্যাম টুডু সদর উপজেলার ঝিলিম ইউপির জলাহার গ্রামের বাসিন্দা ও গ্রামের জলাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ আদালতের আইনজীবী প্রভাত টুডুর পিতা।
তার মৃত্যুতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

About The Author

শেয়ার করুন