শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৫ by

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জো মারিনেল্লি

জনপ্রিয় মার্কিন অভিনেতা জো মারিনেল্লি আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু লি জে. ম্যাকক্লসকি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘জো ছিল এক চ্যাম্পিয়ন। তার অদম্য মনোবল ও সাহস আমাকে সবসময় মুগ্ধ করেছে। কিন্তু মৃত্যুর সঙ্গে তার লড়াই ছিল কঠিন ও হৃদয়বিদারক।’ জো মারিনেল্লি অভিনয়জীবনে দর্শকের হৃদয় জয় করেন ছোট পর্দার জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে। ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ, ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি এবং ‘সেন্টা বারবারা’-তে বান্নি তাগলিয়াত্তি চরিত্রে তার অভিনয় এখনো স্মরণীয়। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘এল.এ. ল’, ‘হিল স্ট্রিট ব্লুস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ভিক্টোরিয়াস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘দ্য অফার’-এর মতো একাধিক জনপ্রিয় টিভি শোতেও। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে জন্ম নেওয়া মারিনেল্লি পড়াশোনা করেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। শুধু অভিনেতা হিসেবেই নয়, শিক্ষক, দার্শনিক ও গল্পকার হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার পরিবারজুড়ে ছিল শিল্প আর সংগীতের প্রতি অগাধ ভালোবাসা। বন্ধুর ভাষায়, ‘জো এমন একজন মানুষ ছিল যে হাস্যরস আর গভীরতা মিলিয়ে মানবিকতার এক নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠেছিল আমাদের জীবনে।’ এই অভিনেতার প্রস্থানে শোকাহত পুরো টেলিভিশন অঙ্গন।

About The Author

শেয়ার করুন