Last Updated on জুলাই ৪, ২০২৫ by
মারা গেছেন অভিনেতা মাইকেল ম্যাডসেন
‘কিল বিল’খ্যাত হলিউডের তারকা অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে। মাইকেল ম্যাডসেনের বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাতে তিনি বলেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই।” বিবৃতির শেষাংশে ভার্জিনিয়া বলেন, “আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব; যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।” ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন মাইকেল ম্যাডসেন। তার বাবা ছিলেন একজন ফায়ার ফাইটার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। তার মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী। মঞ্চনাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মাইকেল ম্যাডসেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার গেম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। এ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। তার পরের বছরই দুটো চলচ্চিত্রে অভিনয় করেন মাইকেল। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মাইকেল ম্যাডসেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ঘরানার ‘রিজার্ভার ডগস’ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন। ‘কিল বিল’ সিনেমায় খলনায়কের ছোট ভাই বাড চরিত্র রূপায়ন করে দর্শক মনে এখনো গেঁথে আছেন মাইকেল। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য ডোরস’, বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’, ‘সিন সিটি’, ‘ব্যাটম্যান: ডাইয়িং ইজ ইজি’ প্রভৃতি।