‘মানুষ মানুষের জন্য’ : উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও

20

ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য-জাীবন জীবনের জন্য’ গানটির উদ্ধৃতি দিয়ে সরকারের উপসচিব ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও বলেছেন যাঁরা মানুষের কল্যাণে কাজ করেন তাঁরা মরেও অমর হয়ে থাকেন। এ প্রসঙ্গে তিনি মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, স্বামী বিকানন্দ, হেনরি ডুনান্টসহ অন্যান্য মহামতি মানুষদের সমাজ সেবার কথা তুলে ধরেন। শুক্রবার (১০ নপঐসমযা) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
রক্তের খোঁজে আমরা এর সভাপতি শ্রী স্বাধীন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক, নাইসের পরিচালক তরিকুল ইসলাম, ফ্যামিলি মার্টের পরিচালক মুক্তাদিরুল ইসলাম লিপুসহ অন্যরা।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, রক্তের খোঁজে আমরা এর সাধারণ সম্পাদক অনিক ইসলাম। সঞ্চালনায় ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার প্রভাষক রাফিয়া আহমেদ।