বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৫, ২০২৪ by

‘মাধবীলতা’ হয়ে আসছেন পায়েল

মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কতো ঘটনাই ঘটে। তবে সব ঘটনাকে ছাপিয়ে এই ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। যা দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মাধবীলতা’য়। প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই। প্রধান দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে প্রেমিক জোভানকে দেখা যাবে প্রেমিকা কেয়া পায়েলকে পেতে তার জীবনের চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে। সেটা কী তা জানতে হলে পুরো নাটকটি দেখতে হবে। গল্পের শুরুতে, জোভান এবং কেয়া পায়েল ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে একে অপরের প্রেমে পড়ে। প্রেম যখন বিয়ে পর্যন্ত গভীর হয়, জোভান পায়েলের মধ্যে একটি নতুন জটিলতা আবিষ্কার করে। যেটার কথা শুনে জোভানের পরিবার বেঁকে বসে। জোভান তার প্রেমিকাকে পাওয়ার জন্য অন্যরকম আত্মত্যাগ শুরু করে। নির্মাতা এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে বিশেষ আয়োজনে ‘মাধবীলতা’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

 

About The Author

শেয়ার করুন