চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। আজ সোমবার সকাল ৯টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, গ্রেপ্তারের সময় ১০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল, ২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইনসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।