চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে জাকারিয়া হোসেন (২৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে অভিযান চালায়। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ এ অভিযান চালানো হয়। অভিযানে শিবগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ২ বছরের সশ্রম কারাদ-, ১ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদ-প্রাপ্ত পলাতক আসামি জাকারিয়া হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।