চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভোলাহাট উপজেলার তাঁতীপাড়ার মৃত সমিজ উদ্দিনের ছেলে আব্দুল আলিম (২১), গোমস্তাপুর উপজেলার রহনপুর বড়বাজার গ্রামের ইউনুস আলীর ছেলে হীরা ওরফে হিরো ওরফে প্রিন্স খান (৩২) এবং রহমতপাড়া খোয়াড় মোড় এলাকার রফিক বিশ্বাসের ছেলে রকি ওরফে রকি বিশ্বাস (৩০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ২ ডিসেম্বর গোমস্তাপুরের বোয়ালিয়া বাজার সড়কে অভিযান পরিচালনা করেন র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যরা। এসময় একটি ইজিবাইক হতে ১০ কেজি হেরোইন জব্দ হয় এবং চালক আলিম গ্রেপ্তার হলেও হীরা ও রকি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ওই দিন গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের উপপরিদর্শক আব্দুল মোমিন।
মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে ৩ জনকে (দণ্ডপ্রাপ্তরা) অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।