মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

16

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিজানুর রহমান (২৫) নামে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ-১ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মিজানুর জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০২১ সালের ১২ জুলাই নাচোল উপজেলার ধানসুরা এলাকা থেকে র‌্যাবের অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় মিজানুর। এ ঘটনায় পরদিন নাচোল থানায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক নিবাস মিস্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপপরিদর্শক লালন দাস ২০২১ সালের ১৮ আগস্ট মিজানুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।