মাদক মামলায় একজনের যাবজ্জীবন

21

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জোহিরুল ইসলাম (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেল ৩টায় জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত জোহিরুল জেলার শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত সাহেব জানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর শিবগঞ্জের পারদিলালপুর গ্রামে র‌্যাবের হাতে ৫১৫ গ্রাম হেরোইন, ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ আটক হন জোহিরুল। এ ঘটনায় পরদিন র‌্যাবের নায়েব সুবেদার এন্তাজুল হক বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে জোহিরুলের বিরুদ্ধে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মজিবুর রহমান ২০২০ সালের ৩০ অক্টোবর জোহিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অপরদিকে জোহিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলা (থানার মামলা নম্বর একই কিন্তু আইন ভিন্ন হওয়ায় চার্জশিট ও রায় পৃথক হবে) বিশেষ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে আদালত সূত্রে জানা গেছে।