চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বাদশা (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত বাদশা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ঝাঁটু মন্ডলের টোলা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পি.পি.) মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদশার বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় ওই দিন বাদশা, বাদশার স্ত্রী ও তার মাসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক রায়হান আহমেদ।
মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ২০১৯ সালের ২৮ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত চার্জ গঠনকালে অভিযোগ থেকে বাদশার মা সাগরি বেগমকে অব্যাহতি দেন। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত সোমবার বাদশাকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন। অপর আসামি বাদশার স্ত্রী রোজিনা বেগমকে খালাস দেন আদালত।