মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর মুকিমপুর নামক এলাকা হতে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কাটাগর উত্তর মুকিমপুর গ্রামের মো. ইয়াসিনের ছেলে মো. আব্দুস সালাম (৩৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়Ñ র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার উত্তর মুকিমপুর নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেনÑ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। অভিযানে শিবগঞ্জ থানার মামলা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।