Last Updated on এপ্রিল ২৮, ২০২৫ by
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনের মামলায় মো. মিলন মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মিলন জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের উপর বহালাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২০২০ সালের ৩১ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া এলাকায় বোলতলা মোড়ে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫ গ্রাম হেরোইনসহ মিলনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ১ জানুয়ারি র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) মো. হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. জুয়েল ইসলাম মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।