Last Updated on জুন ২৫, ২০২৪ by
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রুহুল আমিন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫০ গ্রাম হেরোইনসহ রুহুল আমিনকে আটক করা হয়। ওই দিন ৫৯ বিজিবির হাবিলদার মো. আ. আলিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ২২ অক্টোবর রুহুল আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
রবিউল ইসলাম আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।