মাদক বিরোধী শপথ নিলেন ৫ শতাধিক কারাবন্দী

15

মাদক বিনোদনের মাধ্যম নয়- আত্মহননের পথ, মাদক নয়-মৃক্যু নয়-হোক জীবনের জয়- এমন সব স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার, চাঁপাইনবাবগঞ্জ এ সভা আয়োজন করে।
জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন।
আলোচনা শেষে উপস্থিত ৫শতাধিক কারাবন্দীকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন এ তথ্য জানিয়েছেন।