মাদক বিরোধী আলোচনা

63

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি মাদকের কুফল, মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট ও স্টীকার বিতরণ করা হয়। আলোচনা সভায় ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এই সভার আয়োজন করে।