মাদকদ্রব্য ও বিস্ফোরক ধ্বংস

13

চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে তদন্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। এসবের নমুনা রেখে ধ্বংস করা হয়। বুধবার বিকেলে আদালত চত্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আবু কাহারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষে এসব ধ্বংস করা হয়। একই সময় র‌্যাবের বোমা নিষ্ক্রীয়করণ দল মাটিতে পুঁতে বিস্ফোরক নিষ্ক্রীয় করে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সাড়ে ১৯ কেজি গাঁজা, সাড়ে ৫০০ গ্রাম হেরোইন, ৬ হাজার ১৬০ বোতল ফেনসিডিল, ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ৩০২ বোতল দেশী মদ। নিষ্ক্রীয় করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৭টি ককটেল। কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ ও রওশন আলী জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্য ও বিস্ফোরকগুলো সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার আলামত হিসেবে পুলিশের কাছে রক্ষিত ছিল। আদালতের নির্দেশে নমুনা রেখে এসব ধ্বংস করা হয়।