মাথার ওপরেও দাঁত যে সিংহের

120

6স্পেনের উতাহ অঙ্গরাজ্যের পাহাড়ি অঞ্চলে একটি রহস্যময় সিংহের সন্ধান পেয়েছে সেখানকার একদল শিকারি। সিংহটি গঠনগতভাবে একেবারে অদ্ভুত ধরনের। দেশটির বন ও প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, একটি কুকুরের ওপর আক্রমণ করা একটি সিংহ উতাহ সীমান্তের কাছে মারা গেছে। শিকারিরা এর মৃতদেহ খুঁজে পাওয়ার পর দেখতে পান, এটি শুধু উদ্ভটই না, অনেকটা ভয়ংকর। প্রাণি সম্পদ বিভাগের প্রকাশিত এক ছবিতে দেখা যায়, সিংহটির মাথার ওপরে রয়েছে আরেক পাটি দাঁত। এগুলো সম্পূর্ণ স্বাভাবিক দাঁতের মতো। বন্যপ্রাণি বিশেষজ্ঞরা জানান, তারা এ ধরনের অঙ্গবিকৃত সিংহ বা অন্য কোনো প্রাণি আর কখনো দেখেননি। তাদের মতে, এটি জমজ সিংহের একটি। অপরটি মায়ের গর্ভে মারা যাওয়ায় তার একটি অংশ এই সিংহটির সাথে জুড়ে গিয়েছে এবং বেড়ে উঠেছে। এটাকে এক বিশেষ ধরনের টিউমার হিসেবে আখ্যায়িত করেছেন তারা।