শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে মাঝ পদ্মায় ফেরিতে আটকা পড়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁকে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শিমুলিয়া থেকে কাওরাকান্দি যাওয়ার পথে পদ্মা নদীতে ডুবোচরে আটকে পড়ে মন্ত্রীকে বহনকারী ফেরিটি। দুপুর ১টার দিকে ফেরিসহ তাঁকে তীরে আনা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নৌমন্ত্রী শাজাহান খানকে নিয়ে মাদারীপুরের কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রো-রো ফেরি গোলাম মাওলা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। ফেরিটি মাঝ পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে। পরে নেতাকর্মীদের স্পিডবোট ও জাহাজে করে পদ্মা পার করা হয়। এর প্রায় তিন ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী টাগ বোট অগ্রজ ডুবোচরে আটকা পড়া ফেরিটি উদ্ধার করে। পরে নৌমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের গাড়ি নিয়ে ফেরিটি কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রওনা দেয়। মাত্র দুদিন আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে যুক্ত হয় রো-রো ফেরি গোলাম মাওলা।