বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৪, ২০২৫ by

মাঝপথে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না চড়তে পুলিশের আহ্বান

রাস্তার মাঝখান থেকে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না চড়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
দেশের বিভিন্ন স্থানে প্রতারকরা বিভিন্ন কৌশলে মাইক্রোবাসে যাত্রীদের সাথে প্রতারণা করছে বলে খবর প্রকাশের প্রেক্ষিতে বুধবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর এই আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, অপরাধীরা যাত্রীদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ডাকাতি করছে। কিছু ক্ষেত্রে তারা বন্দুকের মুখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-এর মাধ্যমে যাত্রীদের পরিবারের সদস্যদের ফোন করতে এবং মুক্তিপণ দাবি করতে বাধ্য করছে।
পুলিশ সদর দপ্তর যাত্রীদের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ করেছে।
পুলিশ সদর দপ্তর ভ্রমণের সময় যাত্রীদের অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার এবং ‘অজ্ঞান পার্টি’ (ডোপ গ্যাং) এবং ‘মলম পার্টি’ (ভুক্তভোগীদের অক্ষম করার জন্য মলম ব্যবহারকারী দল)সহ প্রতারকদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘একা ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং আপনার পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনদের আপনার অবস্থান এবং গন্তব্য সম্পর্কে অবহিত করুন।’
এতে আরো বলা হয়, ‘আপনার আশপাশের যাত্রীদের ওপর সজাগ নজর রাখুন। যদি আপনি কাউকে সন্দেহ করেন বা কোনো সন্দেহজনক যানবাহন বা পরিস্থিতি লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে নিকটতম পুলিশ স্টেশনে অবহিত করুন অথবা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করুন।’
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সারাদেশে সংঘবদ্ধ অপরাধী চক্র এবং প্রতারকদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে।

About The Author

শেয়ার করুন