মাছ দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল হেরোইন। কিন্তু গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পারেনি। ১শ গ্রাম হেরোইনসহ গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মো. মজিবুর রহমান ওরফে কালুর ছেলে মো. রনি ইসলাম (২৭)। এই তথ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এমনটাই জানিয়েছে।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর সিসিডিবি মোড়ে ডিবির একটি দল অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় ফ্রিজড করা মাছ দিয়ে ঢাকা অবস্থায় ১শ গ্রাম হেরোইনসহ মো. রনি ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।