মাউশির ডিজি অধ্যাপক নেহাল আহমেদের পদত্যাগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সরকারের কাছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিবের কাছে পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি আবেদন করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমি অব্যাহতি চেয়ে আবেদন করেছি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার গঠন করলে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা প্রধানসহ অন্যান্যের পদত্যাগ দাবি, জোর করে পদত্যাগ করানোসহ বিভিন্ন ঘটনা ঘটছে। অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এরই ধারাবাহিকতায় অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অব্যাহতি চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।